খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগ পৌর শহরের উপকন্ঠে সরকারি কলেজ রোড এলাকায় অবস্হিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ আল- জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে প্রথমবারের মত বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গনে ইসলামি শিক্ষা ও বই মেলাা নামে এ মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার রাত আটটার সময় আল- জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে সেনবাগের স্হানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের ব্রিফিং করেন- আল- জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাাতা ও চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাছুম।
মতবিনিময় চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল- জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাাতা ও চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাছুম জানান, অতীতে এ মাদ্রাসার পক্ষ থেকে বৃক্ষ মেলা, পিঠা উৎসব, ইসলামী সংগীত পরিবেশনা, ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হলেও এবারই প্রথমবারের মতো ইসলামী শিক্ষা ও বইমেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বিভিন্ন ধরনের মোট ৩০ টি স্টল স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরো জানান, এ মেলায় মাদ্রাসার ৫ (পাঁচ) শতাধিক শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, তাদের আত্মীয়-স্বজন, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি- বেসরকারি কর্মকর্তা ছাড়াও সর্বস্তরের মানুষের জন্য মেলা প্রাঙ্গন উন্মুক্ত থাকবে।


