ads
৯ ডিসেম্বর, ২০২৫

লায়ন জাহাঙ্গীর আলম মানিকের কন্যা নাফিসা আলম সানজির অসাধারণ কৃতিত্ব

অনলাইন ডেস্ক

লায়ন জাহাঙ্গীর আলম মানিকের কন্যা নাফিসা আলম সানজির অসাধারণ কৃতিত্ব

লায়ন জাহাঙ্গীর আলম মানিকের কন্যা নাফিসা আলম সানজির অসাধারণ কৃতিত্ব

খোরশেদ আলম, সেনবাগ;
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামের গর্বিত কৃতি সন্তান, শহীদ তরিক উল্যাহ বীর বিক্রমের নাতনী এবং দেশখ্যাত সানজি গ্রুপের কর্ণধার ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন জাহাঙ্গীর আলম মানিকের কন্যা নাফিসা আলম সানজি অস্ট্রেলিয়ার স্বনামধন্য Monash University থেকে Masters of Accounting ডিগ্রি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেছেন। তিনি CGPA 3.93 (4.00-এর মধ্যে) অর্জন করে বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় এক অনন্য স্থান লাভ করেছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, তিনি সরাসরি Monash University-এর সম্মানিত চ্যান্সেলরের নিকট হতে সনদ গ্রহণ করেছেন, যা শিক্ষাজীবনে তাঁর নিষ্ঠা, অধ্যবসায় ও উৎকর্ষতার এক বিরল স্বীকৃতি।

দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, আত্মনিবেদন, এবং নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির ফলস্বরূপ তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। পরিবারের সকল সদস্যই তাঁর এই অর্জনে অত্যন্ত গর্বিত।

আমরা তাঁর আগামীর সাফল্য, উন্নতি, সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাই। তাঁর পথচলা হোক আরও সমৃদ্ধ, পবিত্র এবং আলোকিত।

— তাঁর অসাধারণ এই অর্জনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা তাঁকে অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি।

উল্লেখ্য যে, এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সে সিজিপিএ ৩.৯০ পেয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম