ads
৯ ডিসেম্বর, ২০২৫

বেগম রোকেয়া দিবসে কোম্পানীগঞ্জে ৪ অদম্য নারীকে সম্মাননা

অনলাইন ডেস্ক

বেগম রোকেয়া দিবসে কোম্পানীগঞ্জে ৪ অদম্য নারীকে সম্মাননা

বেগম রোকেয়া দিবসে কোম্পানীগঞ্জে ৪ অদম্য নারীকে সম্মাননা

নুর উদ্দিন মুরাদঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে 'অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রম' শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চার শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা প্রদান ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর কবির,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমির হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন প্রমূখ।

শ্রেষ্ঠ চার অদম্য নারীরা হলেন, সফল জননী নারী হিসেবে চরফকিরা ইউনিয়নের মোহছেনা বেগম, অর্থনেতিক ভাবে সাফল্য অর্জনকারী দক্ষিণ রামপুর ইউনিয়নের ফারজানা হোসেন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চরহাজারীর কামরুন নাহার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী হওয়ায় চরকাঁকড়ার দেল আফরোজ বেবী। এই চার নারীকে উপজেলার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা ক্রেস ও সনদ দেওয়া হয়েছে।
 

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম