খোরশেদ আলম, সেনবাগ
জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার রাতে নোয়াখালী-২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ পৌর শহরে দাঁড়িপাল্লার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মিছিল কারীরা এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাঈয়েদ আহমেদ ও দাঁড়ি পাল্লার সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে সেনবাগ পৌর শহরের থানার মোড় থেকে উপজেলা ও পৌর জামায়াত এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ মিছিল বের করে।
মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এরপর পুনরায় থানার মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মালেক, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়াজী, সেনবাগ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন, উপজেলার কাদরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন শাহীন, সাধারণ সম্পাদক আবু সাকের মিয়াজী, প্রবাসী জামায়াত নেতা আমিরুল ইসলাম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।


