মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।
বুধবার বেলা ১১ টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সেই তালিকাতেই নোয়াখালী–১ আসনের প্রার্থী হিসেবে ঘোষিত হন ব্যারিস্টার ওমর ফারুক। আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা, সামাজিক নেতৃত্ব এবং সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে কাজের কারণে ব্যারিস্টার ওমর ফারুকের প্রার্থীতা স্থানীয়ভাবে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, নোয়াখালী–১ আসনে সংগঠক ও তরুণ নেতৃত্ব হিসেবে তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করছে এনসিপি।
মনোনয়ন ঘোষণার পর নিজের ফেসবুক পোস্টে ব্যারিস্টার ওমর ফারুক লিখেছেন, "আলহামদুলিল্লাহ। আমি সত্যের সাথে আছি। আমি শতভাগ বাংলাদেশি। আমার উপর এনসিপি যে দায়িত্ব অর্পণ করেছে, তা আপনাদের আন্তরিক অংশগ্রহণে বাস্তবায়িত হবে।"
এসময় ফেসবুক পোস্টে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, "আমাদের আপনারা দোয়ায় রাখবেন।"
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী হিসেবে ব্যারিস্টার ওমর ফারুকের মাঠে নামা নোয়াখালী–১ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করবে।


