ads
৯ ডিসেম্বর, ২০২৫

সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক

সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: 
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরের যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণদের নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করা এবং দুর্নীতিবিরোধী প্রচারণাকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছালেহ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. হাফিজ আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল বারী বাবলু, আরিফুর রহমান, শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান, মো. খলিলুর রহমান, মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থাকে দূর্বল করে দেয়। দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকা, শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধ চর্চা এবং প্রশাসনের স্বচ্ছতা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণদের সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে শুদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম