ads
৯ ডিসেম্বর, ২০২৫

সুবর্ণচরে ঠান্ডাজনিত রোগে ২ বছর বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসা অবহেলা ও অসচেতনতার অভিযোগ

অনলাইন ডেস্ক

সুবর্ণচরে ঠান্ডাজনিত রোগে ২ বছর বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসা অবহেলা ও অসচেতনতার অভিযোগ

সুবর্ণচরে ঠান্ডাজনিত রোগে ২ বছর বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসা অবহেলা ও অসচেতনতার অভিযোগ

সুবর্ণচর প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তাকরিমুল ইসলাম (২ বছর ৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় এবং পরিবারের অসচেতনতার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবার সূত্র জানিয়েছে।

গতকাল সোমবার (৮ ডিসেম্বর) চরজব্বার ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাতা মার্কেট এলাকার ছাতালাগো বাড়িতে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে। নিহত তাকরিমুল ইসলাম একই এলাকার ছাতালাগো বাড়ির আহছান উল্যাহর ছেলে।


নিহতের বাবা আহছান উল্যাহ জানান, প্রায় ১০ দিন আগে শিশুটি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। গত কয়েকদিনে ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুটি দ্রুত দুর্বল হয়ে পড়ে। তিনি স্থানীয় হারিছ চৌধুরীর বাজারের একজন পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে শিশুটিকে খাওয়াচ্ছিলেন।

শনিবার সকালে অবস্থার গুরুতর অবনতি হলে শিশুটিকে দ্রুত জেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

আহছান উল্যাহ আক্ষেপ করে বলেন, "যদি স্থানীয় পল্লী চিকিৎসক সঠিক সময়ে রোগ নির্ণয় করতে পারতেন, তবে আমি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে নিয়ে ভালো চিকিৎসা করাতে পারতাম।"


নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার অবস্থা খুবই খারাপ ছিল।

“আমরা প্রাথমিকভাবে দেখে শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে রেফার করি। কিন্তু শিশুটির মা ও মামার অনুরোধে মুচলেকা নিয়ে চিকিৎসা শুরু করা হয়েছিল। অবস্থা আরও খারাপ দেখে পুনরায় রেফার করে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়।”


চরজব্বার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের জনপ্রতিনিধি রিয়াজুল মাওলা ঘটনাটিকে 'অভাবগ্রস্ত পরিবারের অসচেতনতা' জনিত মৃত্যু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পরিবারটি সময়মতো সরকারি বা উন্নত চিকিৎসার সুযোগ নিতে পারেনি।

প্রবল ঠান্ডার এই সময়ে গ্রামীণ এলাকায় শিশুমৃত্যুর ঘটনা স্থানীয় স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার অভাবকে আবারও সামনে এনেছে। স্থানীয়দের দাবি, গ্রাম্য পল্লী চিকিৎসকদের তদারকি এবং শীতকালে শিশু স্বাস্থ্য সুরক্ষায় সরকারি প্রচারণা জোরদার করা জরুরি।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম