বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে ব্যবসায়ী আব্দুল মান্নানের করা চাঁদাবাজির মামলায় আদালতের পরোয়ানায় (ওয়ারেন্ট) গ্রেফতার হয়েছেন বিএনপির নেতা বেলাল হোসেন।
১০ ডিসেম্বর বুধবার রাতে চাটখিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বেলাল হোসেন (৫৪) চাটখিল উপজেলা বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা গ্রামের মৃত ওসমান গনির ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুল মান্নান জমি বিক্রি সংক্রান্ত কাজে চাটখিল রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে বিএনপি নেতা বেলাল হোসেন ও তার সহযোগীরা আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি রাজি না হলে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন।
কয়েকদিন পর পুনরায় বেলাল মোবাইল ফোনে আবার চাঁদা দাবি করে এবং টাকা না দিলে বাদীর মৃত মায়ের অশ্লীল ভিডিও প্রকাশের হুমকি দেয়।
উক্ত বিষয়ে ব্যবসায়ী আব্দুল মান্নান নোয়াখালী জেলার ৭নং আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আসামি বেলাল হোসেনের নামে পরোয়ানা জারি করে। উক্ত পরোয়ানামূলে বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে (অনুমান করা হচ্ছে এটি ২০২৫ সাল হবে, কারণ তারিখটি ১০ ডিসেম্বর বুধবার এবং বর্তমান সময় ডিসেম্বরের মাঝামাঝি। যদি তা না হয়, তবে সালটি পরিবর্তন করে নেবেন) চাটখিল থানা পুলিশ আসামি বেলাল হোসেনকে গ্রেফতার করে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের পরোয়ানা থানায় পৌঁছালে চাটখিল থানা পুলিশ আদালতের নির্দেশ বাস্তবায়ন করে গতকাল রাতে উক্ত আসামীকে গ্রেফতার করে আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।


