সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে 'অদম্য নারী পুরস্কার' শীর্ষক কার্যক্রমের আওতায় কবিরহাট উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে চার (৪) জন শ্রেষ্ঠ অদম্য নারীকে নগদ চেক ও সম্মাননা প্রদান করা হয়।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার সভাকক্ষে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা।
সম্মানিত চার অদম্য নারী উপজেলার অদম্য চার নারী হলেন: রোকেয়া আক্তার, তিপ্তি রানী পাল, ইলোরা বেগম, নাজমুন নাহার
অনুষ্ঠানে সাহসী নারীরা তাদের জীবনের বাস্তব গল্প তুলে ধরেন। মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার খানম বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন উদ্যোক্তা, স্কুল শিক্ষক এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


