ads
১০ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শোভাযাত্রা ও মানববন্ধন

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শোভাযাত্রা ও মানববন্ধন

নোয়াখালীতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শোভাযাত্রা ও মানববন্ধন

খোরশেদ আলম, সেনবাগ
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে নোয়াখালী জেলা শহরে শোভাযাত্রা, মানববন্ধন ও পথসভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা একটি শোভাযাত্রা বের করেন। 

শোভাযাত্রাটি শহরের টাউন হল মোড় থেকে প্রধান সড়ক হয়ে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে একটি মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এ সময় মানববন্ধন কর্মসূচিটি দীর্ঘ আধা ঘণ্টা স্থায়ী হয়।

শোভাযাত্রা ও মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নোয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সেনবাগ উপজেলা শাখার সভাপতি মনজুর মোরশেদ আলম, সেনবাগ শাখার প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম