ads
২৩ নভেম্বর, ২০২৫

মহিলা সমাবেশে বেগম ফখরুলের আবেগঘন বক্তব্য

অনলাইন ডেস্ক

মহিলা সমাবেশে বেগম ফখরুলের আবেগঘন বক্তব্য

মহিলা সমাবেশে বেগম ফখরুলের আবেগঘন বক্তব্য

 

মোহাম্মদ উল্লাহ কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি

নোয়াখালী–৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম-এর সমর্থনে চরকাঁকড়া ৫ নং ওয়ার্ডের পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী মহিলা সমাবেশ। এতে বিপুলসংখ্যক নারী উপস্থিত হয়ে সমর্থন জানান।

সমাবেশে প্রার্থীর সহধর্মিণী জোছনা আরা বেগম (বেগম ফখরুল) উপস্থিত নারীদের উদ্দেশে আবেগঘন কণ্ঠে বলেন, “আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন। আমার স্বামীকে নির্বাচিত করলে আমাকে সব সময় আপনাদের পাশে পাবেন।”

তাঁর এই বক্তব্য উপস্থিত থাকা নারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বক্তৃতার সময় তিনি নারী সমাজের সমস্যাগুলো তুলে ধরে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

সমাবেশে উপস্থিত বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, ফখরুল ইসলাম নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নারী কল্যাণ, পরিবার–সমাজ নিরাপত্তা এবং স্থানীয় সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ থাকবেন।

নারীরা সমাবেশে করতালি ও স্লোগানের মাধ্যমে প্রার্থীর প্রতি সমর্থন জানান এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় নেতৃবৃন্দের মতে, এ ধরনের নারী সমাবেশ আসন্ন নির্বাচনে নারী ভোটারদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তুলবে এবং প্রার্থীর প্রতি জনসমর্থন গঠনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
 

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম