ads
২৫ নভেম্বর, ২০২৫

সেনবাগে প্রবাসীর চেকের মামলায় আরেক প্রবাসী গ্রেফতার

অনলাইন ডেস্ক

সেনবাগে প্রবাসীর চেকের মামলায় আরেক প্রবাসী গ্রেফতার

সেনবাগে প্রবাসীর চেকের মামলায় আরেক প্রবাসী গ্রেফতার

সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গৌরকাটা গ্রামের বাহরাইন প্রবাসী হুমায়ুন কবিরের ১১ লক্ষ টাকা চেকের মামলায় মো. ফারুক হোসেন নামে আরেক বাহরাইন প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে সেনবাগ থানা পুলিশের একটি দল উপজেলার গৌরকাটা গ্রামের বাড়ি থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করে।

মামলার সূত্র মতে, উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গৌরকাটা গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাহরাইন প্রবাসী হুমায়ুন কবির ব্যবসায়িক কারণে একই এলাকার আরেক বাহরাইন প্রবাসী মফিজুর রহমানের ছেলে মো. ফারুক হোসেনের কাছে ১৮ লক্ষ টাকা পাওনা হন। এ ঘটনায় এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে একাধিক সালিশি বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক নয় লক্ষ টাকায় ঘটনাটি মীমাংসা হয়। টাকা পরিশোধে ছয় মাসের সময় দিয়ে ফারুক নয় লক্ষ টাকার চেক প্রদান করেন। কিন্তু নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ না করায় হুমায়ুন আদালতে মামলা দায়ের করেন। যার গ্রেফতারি পরোয়ানা বলেই পুলিশ তাকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত আসামি ফারুক হোসেনের বিরুদ্ধে চেকের মামলা রয়েছে। এ মামলায় গ্রেফতারি পরোয়ানার কারণে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম