খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) গাজীরহাট এলাকায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় এক বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মো. মহিন উদ্দিন (৩০) (পিতা: মৃত আবু তাহের, মাতা: নুর নাহার, সাং: কৈয়াজালা (আলী আক্কাস চেয়ারম্যানের বাড়ি), ০৩ নং ডমুরুয়া ইউপি, ইয়াবা পরিবহনে নিয়োজিত সিএনজি চালক)। ২. মো. জয়নাল আবেদীন ওরফে জয়নাল মিস্ত্রী (৩৫) (পিতা: মৃত আব্দুল গফুর, মাতা: রজ্জবের নেছা, সাং: জয়নগর (চৌকিদার বাড়ি), ০৪ নং কাদরা ইউপি, এবং ইয়াবা ডিলার)। ৩. জাহাঙ্গীর আলম ভুঁইয়া (৪৫) (পিতা: মৃত সানু মিয়া, মাতা: লালমতের নেছা, সাং: কৈয়াজালা, (জাহাঙ্গীর আলম ভুঁইয়ার বাড়ি), ০৩ নং ডমুরুয়া ইউপি)।
এই ঘটনায় সেনবাগ থানার এসআই মো. বেলাল হোসেন উল্লেখিত এবং পলাতক ০২ (দুই) জন ইয়াবা ব্যবসায়ী আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আজ শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


