সুবর্ণচর প্রতিনিধ :
নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে মা-বোনদের জান্নাতে নিতে চায়। আপনাদের মনে রাখতে হবে, কোনো ইসলামী দল নয়, আপনাদের ইমান-আমলেই আপনাদের জান্নাতে নেবে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির মহিলা সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, “যেখানে আল্লাহর রাসূল (সা.) তাঁর মেয়ে ফাতেমাকে বলেছেন, 'তোমার ঈমান-আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে,' সেখানে একটি দল কীভাবে সাধারণ মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করে!”
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান আলো স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “শুধু মিছিল-স্লোগানে থাকলে হবে না; দিন আনে দিন খাওয়া সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। ইনশা আল্লাহ, আমরা ধানের শীষের বিজয়ের বিষয়ে সদর-সুবর্ণচরের সকল নেতাকর্মী একসাথে হয়ে ভোট করে বিজয় নিশ্চিত করব।” এ সময় উপস্থিত মহিলাদের তিনি ধানের শীষের ভোট দেওয়ার ব্যাপারে সবার থেকে ওয়াদা নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আবু সালেহ মো. আব্দুল্লাহ সবুজ, নোয়াখালী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুঃখু, আমিনুল ইসলাম শাহীন, কামরুজ্জামান হাফিজ, ওমর ফারুক টপি, আবদুল্লাহ চেয়ারম্যানসহ সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


