খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালী-২ (সেনবাগ - সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের সমর্থনে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মার্কেটের বিএনপি দলীয় কার্যালয় থেকে বিশাল এই মিছিলটি বের হয়। এরপর মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মার্কেটের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাফর উল্লাহ খান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা বিএনপি নেতা ও সেবারহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাহার উল্লাহ বাহার, বিএনপি নেতা আহসান হাবীব, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ রুবেল মির্জা,সেনবাগ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর ইউপি মেম্বার মো. নাসির উদ্দিন, ইউপি মেম্বার মো. শাহাবুদ্দিন কালা, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মাসুদ, মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা—আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বারবার নির্বাচিত এমপি জননেতা জনাব জয়নাল আবেদীন ফারুকের বিজয় সুনিশ্চিত করার জন্য মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী ও সমর্থককে এখন থেকে অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।


