আবদুল মোতালেব, চাটখিল প্রতিনিধি:
“আমরা পালাতে শিখিনি, শহীদি মৃত্যুকে আলিঙ্গন করতে শিখেছি। বিদেশের কোথাও আমাদের ঠিকানা নয়, আমরা দেশ ও মাটিকে ভালোবাসি।
এই মাটিতে আল্লাহর দীন কায়েম করতে আমরা হাসিমুখে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত,” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মূসা।
শুক্রবার (২১ নভেম্বর) নোয়াখালীর চাটখিলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৮২তম শহীদ, শহীদ মাহমুদুল হোসাইনের শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "ছাত্রশিবির অনেক জুলুম-নির্যাতন দাঁতে দাঁত চেপে, জিহ্বায় কামড় দিয়ে সহ্য করেছে একটি স্বয়ংসম্পূর্ণ ইসলামি বিপ্লবের জন্য। আমরা এখনো সহ্য করছি, সামনেও করে যাব ইনশাআল্লাহ।"
"জামায়াত এবং শিবিরের নেতারা এ দেশকে ভালোবেসে গলায় ফাঁসির রশি পরেছেন। কিন্তু যারা অনেক বেশি দেশের কথা বলে ট্যাবলেট বিক্রি করতেন, স্বাধীনতার ট্যাবলেট বিক্রি করতেন; অতীতে তারা প্রত্যেকে একেক দেশে পালিয়ে গিয়েছেন। আমরা কোথাও পালিয়ে যাইনি।"
দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিবিরের নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ মাহমুদুল হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন।


