খোরশেদ আলম, সেনবাগ:
বুধবার (১৯ নভেম্বর) নোয়াখালীর সেনবাগ মুক্তদিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেনবাগ উপজেলা কমান্ড কাউন্সিলের স্মৃতিচারণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় পরিণত হয়।
দিনটি উপলক্ষে বুধবার সকালে সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিম চৌধুরীর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান রহিম উল্যা সুজন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মোস্তফা ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মুহাম্মদ আবু তাহের, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মফিজুর রহমান এবং উপজেলার কাবিলপুর ইউনিয়ন কমান্ডার সোলেমান বাহার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন—বীর মুক্তিযোদ্ধারা জাতির গর্বিত সন্তান। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যাতে কোনো অনৈক্য সৃষ্টি না হয়, তার জন্য সকল বীর মুক্তিযোদ্ধাকে সজাগ থাকতে হবে। আগামী দিনগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের ঐক্য বজায় রাখতে সকলকে আরও বেশি সজাগ থাকার আহ্বান জানানো হয়।


