খোরশেদ আলম, সেনবাগ
নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতরাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল আজ রাতে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সম্পাদক, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি, সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একই সাথে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া কামনা করেছেন।


