নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে নোয়াখালীতে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে কৃষক দল ও বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় মাইজদী বাজার এলাকায় জেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা জানান, রায় ঘোষণায় তারা খুশি হয়ে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন।
আনন্দ মিছিলে অংশ নেন—নোয়াখালী জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহি পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা, কৃষক দল নেতা আলাউদ্দিন, অ্যাডভোকেট রাশেদ-সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগেও মাইজদীতে আনন্দ মিছিল বের করা হয়। জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ-সহ বিভিন্ন আইনজীবী এতে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা গত ১৬/১৭ বছরে ব্যাপক নির্যাতন ও মানুষ খুনের ঘটনা ঘটিয়েছেন। এখন তিনি তাঁর ‘কর্মের ফল ভোগ করছেন’ বলেও মন্তব্য করেন নেতারা।


