নিজস্ব প্রতিনিধিঃ
দেশের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ, কবিরহাট, সদর আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক নফিউল ইসলাম।
মনোনয়ন সংগ্রহের পর রাজধানীর রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় অফিসে আজ মনোনয়ন প্রত্যাশীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নফিউল ইসলাম।
নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা নফিউল ইসলাম একজন কবি, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। লেখালেখির মাধ্যমে চিন্তা-চর্চায় যুক্ত হয়ে পরবর্তীতে সরাসরি মাঠের রাজনীতিতে যুক্ত হন।
২০১৯ সালে রাষ্ট্রচিন্তা-এর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে ঢাকার বিভিন্ন বুদ্ধিবৃত্তিক পাঠচক্রে সম্পৃক্ত হন। ২০২১ সালে রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদ-বিরোধী লড়াইয়ে সরাসরি যুক্ত হন, যার ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ ডিসেম্বর ছাত্রলীগের হামলার শিকার হন তিনি।
এছাড়াও নিজ জন্মস্থান কোম্পানীগঞ্জ উপজেলায় ২-টি পাঠাগার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন নফিউল ইসলাম: ১. জ্ঞানের আলো পাঠাগার, ২. বসুরহাট পাঠাগার। "বসুমতী পাঠচক্রের" সাথেও যুক্ত থেকে নফিউল ইসলাম বুদ্ধিবৃত্তিক তৎপরতায় সক্রিয় থাকেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সরাসরি যুক্ত হয়ে বিভিন্নভাবে ভূমিকা রাখেন। ছাত্র-নাগরিকদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হন। এরপর এনসিপি গঠিত হলে তিনি এনসিপি'র দক্ষিণাঞ্চলের সংগঠক মনোনীত হয়ে দায়িত্ব পালন করছেন। বর্তমানে কৃষকদের অধিকার আদায় ও সুসংগঠিত করতে পার্টির কৃষক উইংয়েও কাজ করছেন।


