ads
৩১ জানুয়ারি, ২০২৬

বেগমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ২

অনলাইন ডেস্ক

বেগমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ২

বেগমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ২

নিজস্ব প্রতিনিধি: 
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুগুরামপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

​নিহত আরিফ জিরতলী ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করতেন এবং সাত-আট দিন আগে বাড়িতে এসেছিলেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে স্থানীয় যুবকদের মধ্যে বাজি ধরে ক্রিকেট খেলা চলছিল। খেলা চলাকালীন দুই দলের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হলে আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওইদিন সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে ফাহিম নামে এক তরুণ আরিফকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দিলেও উত্তেজনা রয়ে যায়। 

শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে আরিফের ওপর পুনরায় হামলা চালানো হয়। হামলাকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর জখম হন। 

নিহতের বড় ভাই আকিল জানান, ফাহিম ও সাইফুলসহ একদল যুবক এই হামলা চালায়। এসময় আরিফকে বাঁচাতে গিয়ে তার দুই চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) ছুরিকাঘাতে আহত হন। 

​গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম