ads
২৯ জানুয়ারি, ২০২৬

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা তিন ভেকু মেশিন জব্দ

অনলাইন ডেস্ক

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা তিন ভেকু মেশিন জব্দ

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা তিন ভেকু মেশিন জব্দ

খোরশেদ আলম, সেনবাগ

নোয়াখালীর সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটির উপরিভাগ (টপসয়েল) কাটার অভিযোগে তিনটি ভেকু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, সেনবাগের বিভিন্ন ফসলি জমি থেকে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগীরা আগেই প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছিলেন। প্রশাসন সরেজমিনে এর সত্যতা খুঁজে পায়।

এরই প্রেক্ষিতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর ও হরিনকাটা এবং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি কলেজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ধারণা করা হচ্ছে, অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা সটকে পড়েন। তবে ঘটনাস্থল থেকে তিনটি ভেকু মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের জিম্মায় রাখা হয়েছে।

তিনটি ভেকু মেশিন জব্দের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম শুক্রবার দুপুরে ইত্তেফাককে বলেন, "জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম