নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আলমগীর চৌধুরীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
৪ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে নগ্ন অবস্থায় অশোভন অঙ্গভঙ্গি করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আলমগীর চৌধুরী উপজেলার চরজুবলী ইউনিয়নের বাসিন্দা ও দুই সন্তানের জনক।
অভিযোগ উঠেছে, তিনি স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল বা জিম্মি করে ভিডিও কলে যুক্ত হতে বাধ্য করতেন। পরবর্তীকালে ওই নারী ক্ষুব্ধ হয়ে আলমগীরের এসব আপত্তিকর কর্মকাণ্ডের ভিডিও ফাঁস করে দেন। বর্তমানে ভিডিওটি স্থানীয়দের মোবাইল ফোনে ফোনে ছড়িয়ে পড়েছে।
হারিচ চৌধুরী বাজারের ব্যবসায়ী মো. মজিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, "নেতাদের এমন নৈতিক স্খলন কোনোভাবেই কাম্য নয়। তাদের দেখে কর্মীরা কী শিখবে? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।"
অভিযোগ অস্বীকার করে মো. আলমগীর চৌধুরী বলেন, "এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। ধানের শীষের পক্ষে সক্রিয় থাকায় প্রতিপক্ষরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আমার নামে ভুয়া ভিডিও তৈরি করেছে।"
জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন বলেন, "আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। যদিও অভিযুক্ত ব্যক্তি এটি অস্বীকার করেছেন, তবে তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"


