ads
২৩ জানুয়ারি, ২০২৬

চাটখিল-সোনাইমুড়ীতে সন্ত্রাসী ও চাঁদাবাজি চলবে না: ব্যারিস্টার খোকন

অনলাইন ডেস্ক

চাটখিল-সোনাইমুড়ীতে সন্ত্রাসী ও চাঁদাবাজি চলবে না: ব্যারিস্টার খোকন

চাটখিল-সোনাইমুড়ীতে সন্ত্রাসী ও চাঁদাবাজি চলবে না: ব্যারিস্টার খোকন

চাটখিল প্রতিনিধি:
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, “চাটখিল ও সোনাইমুড়ীর মাটিতে কোনো ধরনের সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলবাজির ঠাঁই হবে না।

যারা জনগণের জানমালের ক্ষতি করবে কিংবা সাধারণ মানুষের ওপর জুলুম করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।”


​শুক্রবার ২৩ জানুয়ারি সকাল ১১টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরিয়া ইউনিয়নের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয়ের রাজত্ব কায়েম করার জন্য নয়।

আমরা এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। ধানের শীষের বিজয় নিশ্চিত করার পাশাপাশি আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।”

​জিয়া স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে উদীয়মান সমাজসেবক ও ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমেদ কাজলের সঞ্চালনায়

এবং নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক আহছানুল হক মাসুদ, চাটখিল উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, জেলা যুবদলের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া লন্টুসহ প্রমুখ।

​এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্যারিস্টার খোকন হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভায় অংশ নেন।


এসময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান শাসনামলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনাদের অধিকার আদায় করতে হবে। কোনো অপশক্তির কাছে মাথা নত করা যাবে না।”
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নবগঠিত জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করেন।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. ইউসুফের প্রতিষ্ঠিত মসজিদ ও মাদরাসা পরিদর্শন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম