নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড, ৭ টি এক্সেভেটর মেশিন ও ৪ টি মাটি ভর্তি ট্রাক এবং ১ টি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চরফকিরা ইউনিয়নের এলাহী রোড়ের ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড ও জব্দ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
অভিযান সূত্রে জানা যায়, বালু উত্তোলনের ও বিপণনের সাথে জড়িত একজনকে ১ লাখ টাকা অর্থদন্ড এবং ১ জনকে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ১ টি ড্রাম ট্রাক, ২ টি ছোট এক্সকেভেটর, ৪ টি বড় এক্সেভেটর জব্দ করা হয়। এছাড়াও অবৈধ বালু পরিবহন ও অতিরিক্ত ভার বহন করায় ২ টি ড্রাম ট্রাককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এসময় একই এলাকায় অবৈধ ভাবে কৃষি জমির উর্বর মাটি কাটার স্থানে অভিযান চালিয়ে ১ টি মাটি কাটার এক্সকেভেটর, ৪ টি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু ব্যবসায়ী বেলাল কোম্পানীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এসময় তিনি সকল শ্রেণী পেশার বিশেষ করে স্থানীয় মানুষের আন্তরিক সহায়তা কামনা করেন।


