খোরশেদ আলম, সেনবাগ
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারী) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা। তাই প্রচারণার প্রথম দিনেই সেনবাগের প্রয়াত বিএনপির নেতা ও বরেণ্য আলেমদের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারনা শুরু করলেন নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান।
আলহাজ্ব কাজী মফিজুর রহমান বিশাল দলবল নিয়ে প্রচারনার শুরুতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার, মা বাবার কবর জিয়ারতের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেন।
এর পর সকাল সাড়ে ১০টার সময় সেনবাগ পৌর শহরের কাদরা গ্রামে পৌঁছে প্রয়াত বরেণ্য আলেম মাওলানা দ্বীন মোহাম্মদ সাহেব (ছয়বাড়িয়ার হুজুর) এর কবর জিয়ারত করেন।
এর পর সকাল সাড়ে ১১টার সময় বিশাল নেতাাকর্মীর বহর নিয়ে পায়ে হেঁটে আলহাজ্ব কাজী মফিজুর রহমান সেনবাগ পৌর শহরের বাতানিয়া গ্রামে প্রয়াত সেনবাগ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল ওহাব ভূঁইয়ার কবর জিয়ারত করেন।
বেলা সোয়া ১২টার দিকে সেনবাগ পৌর শহরের বাবুপুর গ্রামের প্রয়াত বরেণ্য আলেম মাওলানা মহিব উল্ল্যা সাহেবের কবর জিয়ারত করেন।
বেলা পৌনে একটার দিকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমান পায়ে হেঁটে হাজির হন সেনবাগ পৌর শহরের বাবুপুর গ্রামের প্রয়াত সেনবাগ উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান উকিলের পারিবারিক কবরস্থানে। এখানে কবর জিয়ারত শেষে দীর্ঘ সময় ধরে কাজী মফিজুর রহমান নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এর পর বাবুপুর থেকে পায়ে হেঁটে সেনবাগ পৌর শহরের বাজারে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্হিত তার নির্বাচনী কার্যালয়ে আসেন। এখানে উপস্থিত নেতাকর্মীদের দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণ গণসংযোগে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আলহাজ্ব কাজী মফিজুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।


