ads
১৩ জানুয়ারি, ২০২৬

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। 

​"জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ"-এর ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। 

অনুষ্ঠানের ব্যানারে বেগম খালেদা জিয়াকে 'জাতীয় ঐক্যের প্রতীক' এবং 'দেশনেত্রী' হিসেবে উল্লেখ করা হয়। 

​আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার সংগ্রাম এবং দেশের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। 

সভায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
​অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে পাথেয় করে আগামী দিনের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। 

শোক সভায় বিশ্ববিদ্যালয়ের   সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল,  উপ-উপাচার্য মো. রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, জাহাঙ্গীর সরকার, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ, নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম