খোরশেদ আলম, সেনবাগ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিভৃত পল্লী মইজদীপুর গ্রামে ঐতিহ্যবাহী ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবাগত শিক্ষার্থীদের বরন ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আজ বুধবার (১৪ জানুয়ারী) সকালে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সহকারী মুহতামিম মাওলানা মুহাম্মদ কবির হোসেন।
মাদ্রাসার কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মুহাম্মদ আজমত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুযোগ্য সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঐতিহ্যবাহী মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, সিইও গোল্ড ফাইন ইন্টারন্যাশনাল লিমিটেড, রেইনবো যুব ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন সুমন,
রেইনবো ফাউন্ডেশনের সিইও ড. খন্দকার নাজমুল হক পিএইচডি, সেনবাগ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ খুরশিদ আলম, মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ জাফর উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং দ্বিতীয় পর্বে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ এবং সেলাই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।


