ads
১৫ জানুয়ারি, ২০২৬

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

খোরশেদ আলম, সেনবাগ:
নির্ধারিত সময়ে হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা এবং রোগীদের সরকারি খাবার বিতরণে অনিয়মসহ নানা অভিযোগে নোয়াখালীর সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। দুদকের নোয়াখালী কার্যালয়ের ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপ-সহকারী পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে একটি দল এই অভিযানে অংশ নেয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘ দিন ধরে সরকার নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। কেউ সকাল ১০টার পর, আবার কেউ দুপুরের পর অফিসে আসেন। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই হাসপাতালটিতে ঝটিকা অভিযান চালায় দুদক।

অভিযানকালে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিলম্বে আসার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। একই সঙ্গে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনদের জন্য বরাদ্দকৃত খাবারেও ব্যাপক অনিয়মের চিত্র উঠে আসে।

দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। বিস্তারিত তথ্যসহ প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম