খোরশেদ আলম, সেনবাগ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার গাজীরহাট বাজারে ডমুরুয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সেনবাগ উপজেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া আক্তার মনি মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমা।
ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো. ইলিয়াস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন এবং নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের ছোট মেয়ে ও বিশিষ্ট নারী উদ্যোক্তা ফারজানা ফারুক প্রেমা প্রমুখ।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


