ads
১৩ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীর সেনবাগে পাঁচ ফার্মেসিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

নোয়াখালীর সেনবাগে পাঁচ ফার্মেসিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর সেনবাগে পাঁচ ফার্মেসিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

খোরশেদ আলম, সেনবাগ

নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং যথাযথ কাগজপত্র না থাকার অপরাধে পাঁচ ফার্মেসি মালিককে সর্বমোট এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় নোয়াখালী জেলা ড্রাগ সুপার মো. শাহজালাল ভূঁইয়া উপস্থিত ছিলেন। অভিযানে সেনবাগ হাসপাতালের সামনে মক্কা মেডিকেল হাউজকে ৫০ হাজার টাকা, রাজ্জাক মেডিকেল হলকে ১০ হাজার টাকা, সেনবাগ বাজারের মক্কা ড্রাগ হাউজকে ৩০ হাজার টাকা এবং নিউ মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম