ads
১৩ জানুয়ারি, ২০২৬

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইনের মনোনয়নপত্র বহাল

অনলাইন ডেস্ক

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইনের মনোনয়নপত্র বহাল

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইনের মনোনয়নপত্র বহাল

মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ প্রতিনিধি

নোয়াখালী-৫ আসনে (কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইনের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। 

এর মাধ্যমে তাঁর প্রার্থিতা চূড়ান্তভাবে বৈধ বলে ঘোষিত হলো।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘোষণার পরপরই অধ্যক্ষ বেলায়েত হোসাইন গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, "নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ন্যায়বিচারেরই প্রতিফলন। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।"

অধ্যক্ষ বেলায়েত হোসাইন বলেন, নোয়াখালী-৫ আসনের জনগণের ভালোবাসা, দোয়া ও অকুণ্ঠ সমর্থনই তাঁর রাজনৈতিক পথচলার প্রধান শক্তি। তিনি আরও বলেন, আগামী দিনে জনগণের অধিকার রক্ষা, টেকসই উন্নয়ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আরও দৃঢ় ভূমিকা রাখবেন।

নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কমিশনের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে দেশে ন্যায়বিচার এখনও বিদ্যমান। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তব্যের শেষে অধ্যক্ষ বেলায়েত হোসাইন নোয়াখালীর সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম