খোরশেদ আলম, সেনবাগ:
হাঁ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ পৌর শহরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যার পরে সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার থেকে আনুষ্ঠানিক ভাবে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে “হ্যাঁ” ভোটের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
হাঁ ভোটের এর পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রমের অংশ নেন সেনবাগ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ ইয়াছিন মিয়াজী, সেক্রেটারী মোহাম্মদ আলা উদ্দিন, সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন আলো, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা জিয়া উদ্দিন তারেক, মো. আবু জাহিদ, মো. মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে জামায়াতে ইসলামীর নেতারা- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, সুশাসন ও সাংবিধানিক ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব হবে। এজন্য তারা সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানান।


