নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৫৮ জন স্বেচ্ছাসেবীকে সম্মাননা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে শীতার্ত ও অসহায় ৬০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে জনতা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও মানবিক সম্মাননা অনুষ্ঠানে এসব সম্মাননা ও সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সালেহ মো. আবদুল্লাহ সবুজ। বিশেষ অতিথি ও আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন শাহেদ, মাহমুদুর রহমান রিপন, গোলাপ মোস্তফা সুমন, মোহাম্মদ ইব্রাহীম, শাহেদ আহমেদ চৌধুরী, মো. রাশেদ, চন্দন কর্মকার, আশরাফুল আলমসহ স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দুর্যোগকালে স্বেচ্ছাসেবীদের নিঃস্বার্থ ও সাহসী ভূমিকা মানবিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়। বন্যার সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীরা মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
আবু সালেহ মো. আবদুল্লাহ সবুজ বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। বন্যার মতো কঠিন সময়ে স্বেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে যে সাহসী ভূমিকা রেখেছেন, তা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাদের এই ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা মানুষের কষ্ট লাঘবে বড় অবদান রেখেছে।
তিনি আরও বলেন, মানবিক কাজের কোনো বিকল্প নেই। সমাজের সামর্থ্যবান মানুষ ও সংগঠনগুলো এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে এবং একটি মানবিক ও সহমর্মী সমাজ গড়ে উঠবে।


