খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন সুলতান মুহাম্মদ জাকারিয়া। তিনি নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১১-দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ‘শাপলাকলি’ প্রতীকের প্রার্থী।
সুলতান মুহাম্মদ জাকারিয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রাথমিকভাবে তিনি উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে ঘরে যান। এ সময় তিনি প্রকল্পের বাসিন্দা নারী-পুরুষদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
শুভেচ্ছা বিনিময়কালে শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া কলোনির বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সেনবাগ উপজেলা সংগঠক মো. সোয়াইব শামীমসহ দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


