খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার বিভিন্ন ফসলি জমি থেকে রাতের আঁধারে একটি অসাধু চক্র ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে—এমন অভিযোগ ভুক্তভোগীরা লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে জানিয়ে আসছিলেন। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় প্রশাসন।
এরই প্রেক্ষিতে, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলা ও কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে টানা অভিযান পরিচালনা করেন ইউএনও মুহসিয়া তাবাসসুম।
অভিযান চলাকালে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে মোটরযান আইনে ড্রাইভারকে জরিমানা করা হয় এবং ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। অভিযানে বটতলা এলাকা থেকে ২০ হাজার এবং কাদরা থেকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।"


