ads
১৮ জানুয়ারি, ২০২৬

কবিরহাটে ঘোড়ারগাড়ীতে চড়ে শিক্ষকের রাজকীয় বিদায় নুর আলাম বিপ্লব

অনলাইন ডেস্ক

কবিরহাটে ঘোড়ারগাড়ীতে চড়ে শিক্ষকের রাজকীয় বিদায় নুর আলাম বিপ্লব

কবিরহাটে ঘোড়ারগাড়ীতে চড়ে শিক্ষকের রাজকীয় বিদায় নুর আলাম বিপ্লব

কবিরহাট প্রতিনিধিঃ
নোয়াখালী  কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বানদত্ত উচ্চ বিদ্যালয়ের দুই প্রবীণ শিক্ষককে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

দীর্ঘ কয়েক দশকের শিক্ষকতা জীবন শেষে প্রধান শিক্ষক মধুসূদন নাথ ও সিনিয়র শিক্ষক লক্ষ্মণ চন্দ্র আচার্য্যকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য জয়নাল আবেদিনের সভাপতিত্বে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. দিদারুল আলম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুজ্জামান বাবুল ও বানদত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিমাই চাঁদ বৈষ্ণব।


বিদায়ী প্রধান শিক্ষক মধুসূদন নাথ ও সিনিয়র শিক্ষক লক্ষ্মণ চন্দ্র আচার্য্য আবেগাপ্লুত হয়ে বলেন, ১৯৯৩ ও ১৯৯৯ সাল থেকে আমরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছি। আমাদের প্রচেষ্টায় বিদ্যালয়টি কুমিল্লা বোর্ডে একাধিকবার শ্রেষ্ঠত্ব লাভ করেছে। 

সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী আমাদের যেভাবে সম্মান দিয়ে বিদায় দিচ্ছে, তাতে আমরা গর্বিত। এই ভালোবাসা সারাজীবন মনে থাকবে।


অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, চাকরির নিয়মে স্যারেরা অবসরে যাচ্ছেন, কিন্তু তাদের দিয়ে যাওয়া শিক্ষার আলো আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। তাদের অভাব কখনও পূরণ হবার নয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম