নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘ নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পুরোনো কমিটি বিলুপ্তি করে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানকে সভাপতি ও চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার সুমন ভৌমিককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে জেলা শহর মাইজদীর দারুচিনি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইঁয়ার সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভাপতি সাবেক কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। পরে সকলের সম্মতিতে বাংলাভিশনের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল আমিনের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবাগত কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি মোহতাসিম বিল্লাহ সবুজ (যমুনা টেলিভিশন), ফয়জুল ইসলাম জাহান (এটিএন বাংলা), সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব নবী ইমন (বাংলা টিভি), কোষাধ্যক্ষ আলা উদ্দিন শিবলু (চ্যানেল আই) , সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম রিফাত (দীপ্ত টিভি), প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ (জি টিভি), দপ্তর ও অফিস সম্পাদক মিজানুর রহমান রিয়াদ (মাছরাঙ্গা টেলিভিশন) , সমাজ কল্যাণ সম্পাদক আল-শাহরিয়ার শিপন (চ্যানেল এস) , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন মিলন (আনন্দ টিভি) তথ্য-সম্প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. নূর করিম (এশিয়ান টিভি) । নির্বাহী সদস্য হচ্ছেন বিদায়ী ও প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া (এটিএন বাংলা), মনির হোসেন বাবু (আর টিভি) ও আবুল হাসনাত বাবুল (ডিবিসি) ।
কমিটি ঘোষণার পরে উপস্থিত সকলে নবাগত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এ সংগঠনের বয়স ১০ বছরের বেশি হলেও নানা কারণে সংগঠনটি পিছিয়ে ছিল। নব নির্বাচিত কমিটি সকল সদস্যদের সাথে নিয়ে আগামী দিনে টেলিভিশন সাংবাদিকদের মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক ভিত মজবুত করতে কাজ করার অঙ্গিকার করেন।
একই সঙ্গে জেলার সাধারণ মানুষের জীবন-মান উন্নয়নসহ অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক নেতা ও সরকারি বিভিন্ন দপ্তর কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাংবাদিকতার পাশাপাশি সামাজিক নানা কার্যক্রম পরিচালনা করারও অঙ্গীকার করেন তারা।


