কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
দলীয় আধিপত্য নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন। বিবদমান বিএনপির দু’গ্রুপের আধিপত্য নিয়ে দফায় দফায় সংঘর্ষে অশান্ত জনপদে পরিণত হয়েছে এলাকাটি।
গত দু’দিনের (রোববার ও সোমবার) দিরভর দফায় দফায় সংঘর্ষ ও হামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ কমপক্ষে ১০জন আহত হওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করেছে। এঘটনায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশী চালিয়েও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
আহতদের মধ্যে রয়েছেন, চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, মামুন, হেলাল, খোকন, সোহেল, ইসমাঈলসহ কমপক্ষে ১০জন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চরএলাহী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কোন কমিটি নেই। কিন্তু নিজেদের আধিপত্য জানান দিতে শক্তির মহড়ায় লিপ্ত থেকে প্রয়াত আবদুল মতিন তোতা চেয়ারম্যানের ছেলে ইব্রাহিম তোতা, ইসমাইল তোতা, বাহাদুরের নেতৃত্বে একটি গ্রুপ এবং বর্তমান ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা শাহাব উদ্দিনরা দু’গ্রুপে বিভক্ত হয়ে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এদের এক গ্রুপ অপর গ্রুপের আধিপত্য বিস্তার নিয়েই এলাকাটিকে সন্ত্রাসের জনপদে পরিনত করছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ দু’টি গ্রুপ ধানের শীষের মনোনীত প্রার্থীর প্রচারণা চালালেও পরস্পর পরস্পরকে প্রচারণায় বাধা দেয়াকে কেন্দ্র করে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গত দু’দিনে কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামের নির্বাচন করার কারণে আবদুল মতিন তোতা চেয়ারম্যানের ছেলেরা আমার ওপর হামলা চালায়। এসময় আমার সাথে থাকা মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ইসমাঈল তোতা জানান, মোস্তাফিজ মেম্বার ও সাহাব উদ্দিন গ্রুপ আমার বাবার হত্যাকারীদের নিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে। এ নিয়ে বাকবিতন্ডা হয়। আজ (সোমবার) সকাল থেকে বাদামতলী বাজারে আমাদের লোকজনকে মারধর করা হয়েছে। এসময় বারেক, ইয়াছিন, বেলাল, রহিম বিশ্বাসকে পিটিয়ে আহত করা হয়েছে। আমি এ বিষয়ে তাদের সাথে সমঝোতার বৈঠকের জন্য বাদামতলী বাজারে একা গেলে তারা আমার ওপরও হামলা চালায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নুর উদ্দিন মুরাদ/জিকে


