ads
২০ জানুয়ারি, ২০২৬

জাতিসংঘের ৮০তম বার্ষিকীর সহ-আয়োজক বাংলাদেশের ‘ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন’

অনলাইন ডেস্ক

জাতিসংঘের ৮০তম বার্ষিকীর সহ-আয়োজক বাংলাদেশের ‘ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন’

জাতিসংঘের ৮০তম বার্ষিকীর সহ-আয়োজক বাংলাদেশের ‘ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন’

আব্দুল মোতালেব:

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্বের এক অনন্য ও গৌরবোজ্জ্বল স্বীকৃতি অর্জিত হয়েছে। গণতন্ত্রের প্রাণকেন্দ্র লন্ডনের সেন্ট্রাল হল, ওয়েস্টমিনস্টারে আয়োজিত জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সহ-আয়োজকের মর্যাদা লাভ করেছে বাংলাদেশের ‘ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন’। মানবতা, শান্তি ও বৈশ্বিক সহযোগিতার প্রতি অবিচল অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক অংশগ্রহণ আন্তর্জাতিক কূটনৈতিক ও মানবিক মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করেছে।

জাতিসংঘের যাত্রার শুরু হয়েছিল যে ঐতিহাসিক সেন্ট্রাল হল থেকে, সেখানেই ৮০ বছর পর আয়োজিত এই অনুষ্ঠানে ৫৩টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরো। এছাড়াও উপস্থিত ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক, যুক্তরাজ্য পার্লামেন্টের সিনিয়র সদস্যবৃন্দ, হাউস অব লর্ডসের প্রতিনিধিগণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত আন্তর্জাতিক নেতৃবৃন্দ।

এই ঐতিহাসিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়া (সিআইপি)। তাঁর সঙ্গে যুব প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর দুই সুযোগ্য কন্যা জান্নাতুন নূর ও জান্নাতুন নাঈম।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইউএনএ-ইউকে (UNA-UK)-এর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেন কিনিনমন্ট আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন গোলাম কিবরিয়া ও ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনকে এই স্মরণীয় মুহূর্তের অংশ হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

ক্যাপ্টেন গোলাম কিবরিয়া বলেন, “এই স্বীকৃতি কেবল একটি প্রতিষ্ঠানের অর্জন নয়; এটি বাংলাদেশের মানবিক মূল্যবোধ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি আমাদের অঙ্গীকারের সম্মিলিত প্রতিফলন।”

উল্লেখ্য, ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা নিয়ে কাজ করছে। বর্তমানে বাংলাদেশসহ ১৫টি দেশে তাদের কার্যক্রম চলমান রয়েছে। ফাউন্ডেশনটি জাতিসংঘের সাথে যৌথভাবে বিশ্বব্যাপী ‘পাঁচ-শূন্যের অভিযান’ (Five Zeros Mission) পরিচালনা করছে। সম্প্রতি মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া।

এই অর্জনের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বব্যাপী শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম