ads
২১ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীতে প্রতীক বরাদ্দ শুরু, পাবেন ৪৭ প্রার্থী

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে প্রতীক বরাদ্দ শুরু, পাবেন ৪৭ প্রার্থী

নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটায় থেকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম।

নোয়াখালী ছয়টি সংসদীয় আসনে ৪৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এর মধ্যে রয়েছে নোয়াখালী -১ আসনে ৭ জন, ২ আসনে ৫ জন, ৩ আসনে ৭ জন, ৪ আসনে ৭ জন, নোয়াখালী-৫ আসনে ১১জন এবং নোয়াখালী-৬ আসনে ১০জন প্রার্থী।

প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি) , বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামি আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম