খোরশেদ আলম, সেনবাগ
নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে মানবিক সংগঠন হিসেবে খ্যাত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ সময় আলোচনা সভা ছাড়াও দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের পোস্ট অফিস সড়কে ওয়ান ব্যাংকের তৃতীয় তলায় এ অফিস উদ্বোধন করা হয়। অরাজনৈতিক এ সামাজিক ও মানবিক সংগঠনের
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংস্থার অন্যতম পরিচালক ও সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন - সংস্থার পরিচালক নুর হোসাইন সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মহিন উদ্দিন মহিন, সংস্থার পরিচালক নুর মোহাম্মদ সিআইপি, সংস্থার পরিচালক ওমর ফারুক চৌধুরী, সংস্থার পরিচালক আমিনুল ইসলাম বাদশা, সেনবাগ জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা নুরুল ইসলাম, সেনবাগ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মহতামিন মাওলানা আব্দুল মান্নান, সেনবাগ উপজেলার খাজুরিয়া মাদ্রাসার মুহ্তামিম মাওলানা আতা উল্যাহ্ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহিদ উল্যা মিন্টু, আব্দুল মান্নান বাবুল, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক, আব্দুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


