ads
৩১ জানুয়ারি, ২০২৬

মহিলা জামায়াত কর্মীকে হেনস্তা, ভিডিও ভাইরাল অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

মহিলা জামায়াত কর্মীকে হেনস্তা, ভিডিও ভাইরাল অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মহিলা জামায়াত কর্মীকে হেনস্তা, ভিডিও ভাইরাল অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালী-১ (সোনাইমুড়ী) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক নারী কর্মীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোশারেফ হোসেনের বিরুদ্ধে। 


এই ঘটনার প্রতিকার চেয়ে জামায়াত সমর্থিত প্রার্থী মো. ছাইফ উল্যাহ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


​অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন জামায়াতের এক নারী কর্মী। এসময় ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন তার সহযোগীদের নিয়ে ওই কর্মীর ওপর চড়াও হন এবং তাকে হেনস্তা করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত মোশারেফ হোসেন বিজয়নগর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মোশারেফ হোসেন ওই নারীকে পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে প্রচারণা চালানোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন এবং শাসাচ্ছেন। 


এসময় তার পাশে থাকা অন্যদেরও আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়।

​জামায়াত প্রার্থী মো. ছাইফ উল্যাহ বলেন "ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আমার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সুষ্ঠু বিচার ও শান্তি বজায় রাখতে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।"


​অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মোশারেফ হোসেন বলেন, "আমি কাউকে হেনস্তা করিনি। তবে ওই নারী কোরআন শরীফ হাতে নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন দেখে আমি শুধু তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেছি। কেউ সেই মুহূর্তটি ভিডিও করে ফেসবুকে দিয়েছে।"


​সোনাইমুড়ী পৌরসভা অংশের সহকারী রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানিয়েছেন যে, তিনি এখনো লিখিত অভিযোগ হাতে পাননি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে, বিষয়টি ফোনে অবহিত করা হলেও লিখিত অভিযোগটি এখনো পৌঁছায়নি।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম