ads
২৭ জানুয়ারি, ২০২৬

জাতীয়তাবাদী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ‘লালকার্ড’ দেখানো হবে

অনলাইন ডেস্ক

জাতীয়তাবাদী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ‘লালকার্ড’ দেখানো হবে

জাতীয়তাবাদী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ‘লালকার্ড’ দেখানো হবে

খোরশেদ আলম, সেনবাগ 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ক্ষমতায় না এসেই গত ১৭ মাসে একটি দল শেখ হাসিনার ১৭ বছরের মতো ফ্যাসিবাদী কার্যক্রম চালিয়েছে। তারা পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদারের ‘শাপলা কলি’ প্রতীকের সমর্থনে সেনবাগের সেবারহাট বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “আমরা ১৭ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি। কিন্তু ক্ষমতায় না আসতেই গত ১৭ মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম চালাতে দেখছি।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি তারা কীভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি স্তরে চাঁদাবাজি করেছে। মানুষের হক মেরে কীভাবে দেশের মেহনতি মানুষকে পদে পদে অত্যাচার-নির নির্যাতন করেছে।”

এনসিপির এই নেতা সতর্ক করে বলেন, ওই দল যদি ক্ষমতায় যায় তবে তারা কী করতে পারে, তার নজির গত ১৭ মাসেই রেখেছে। এটি এখন না বুঝলে বিগত ১৭ বছরের মতো আবারও কালো দিন অপেক্ষা করছে।

এনসিপির মুখপাত্র বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে হাজারো মায়ের বুক খালি হয়েছে। সর্বশেষ চব্বিশের গণ-অভ্যুত্থানে চৌদ্দশ ছাত্র-জনতা জীবন দিয়েছে। মুক্তিকামী মানুষ স্বাধীনতার জন্য জীবন দিতেও পিছপা হয়নি। সুতরাং, ১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের জন্য একটি ভোট দিতেও তারা পিছপা হবে না।

আসিফ মাহমুদ বলেন, “তারা বলে মানুষ সংস্কার বোঝে না; পেটে ভাত না থাকলে কিসের সংস্কার? তাদের বলতে চাই—জুলাই অভ্যুত্থানের শহীদদের অধিকাংশই সমাজের খেটে খাওয়া মানুষ। পেটে ভাত না থাকলেও তারা দেশের জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করেননি। স্বৈরাচার উৎখাত করতে তারা রাজপথে নেমেছেন। আমরা বলব—এই মানুষেরা সবার আগে দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি এবং সংস্কার বোঝেন।”

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল খায়েরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, নায়েবে আমির আবদুল খালেক, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন এবং এনসিপির প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার প্রমুখ।
 

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম