নোবিপ্রবি প্রতিনিধি
দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা/কর্মচারী ফোরাম।
রবিবার (২৫ জানুয়ারি) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা/কমচারী ফোরাম কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধনে এ ঘোষণা দেন।
নেতৃবৃন্দ বলেন, অর্ন্তবর্তী সরকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে।
কমিশনের সভাপতি করা হয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। কমিশনকে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বিদ্যমান বেতনভাতা ও অন্যান্য সুযোগসুবিধা পর্যালোচনা করে তাঁদের জন্য একটি সময়োপযোগী বেতনকাঠামো নির্ধারণপূর্বক সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়।
তারা আরও বলেন, পে স্কেলের অংশীজন হওয়ার কারণে আঠারো লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারীর অনেক কষ্টে দিনানিপাত করছেন।
২০০৯ সালে সপ্তম পে স্কেল ঘোষিত হয়েছিল। এর ৬ বছর পর ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষিত হয়েছে। এরপর ১১ বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। অথচ এ সময়ের মধ্যে দুটি পে স্কেল ঘোষণা হওয়ার কথা ছিল।
এভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এখন ষড়যন্ত্রের মাধ্যমে পে স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ করা হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়বে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ইএসডিএম বিভাগের সেকশন অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় নোবিপ্রবি জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সভাপতি এবং হিসাব পরিচালক দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন
সংস্থাপন শাখা রেজিস্ট্রার দপ্তরের লাইব্রেরি সহকারী আব্দুস শহিদ, রেজিস্ট্রার দপ্তরের ব্যক্তিগত শাখার কম্পিউটার অপারেটর মো: ইব্রাহিম, শিক্ষা শাখা রেজিস্ট্রার দপ্তরের কম্পিউটার অপারেটর মো: আব্দুর রহিম, প্রো-ভিসি দপ্তরের সেকশন অফিসার শানে-ই-এলাহি বাবু,
ট্রেজারার দপ্তরের সহকারী পরিচালক ইমরান আল হাসান, সংস্থাপন শাখা রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো: ইসমাইল হোসেন, নোবিপ্রবি জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সদস্য সচিব এবং উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাখায়েত উল্যাহ, নোবিপ্রবির হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো: সাইদুর রহমানসহ প্রমুখ।


