কবিরহাট প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অতিথি পরিচিতি ও উদ্বোধন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দীন ভুঁইয়া,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন, কবিরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম। কবিরহাট প্রেসক্লাবের সাবেক সম্পাদক নুর আলম বিপ্লব।
অনুষ্ঠানে বক্তরা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাই পারে শিক্ষার্থীদের মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে।
পুরস্কার বিতরণ ও সমাপনী
বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির শেষ অংশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দিনব্যাপী এই আয়োজন উপভোগ করেন।


