ads
২৯ জানুয়ারি, ২০২৬

মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক

মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত 

মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত 

মোহাাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের গণমিলনায়তনে বিদ্যালয়ের ২৭ শে জানুয়ারি ( মঙ্গলবার)  বিকাল ৪ টায় বাষির্ক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী   অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অপু কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  মোহাম্মদ মাসুদুর রহমান,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন,অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোহাম্মদ সাহাব উদ্দীন, বাসাপের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি ও দৈনিক এ সময়ের নোয়াখালী পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ উল্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
  অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষক- শিক্ষিকাগণ আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুল দিয়ে বরণ করেন। 
 অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোওয়াত ও গীতা পাঠ করা হয়।পরবর্তিতে প্রধান শিক্ষক স্বাগত বক্তব্য প্রদান করেন।বর্তমানে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অতিথিগণ শত কর্ম ব্যস্ততাযুক্ত থেকেও অনষ্ঠানে যোগদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আমি আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল বেলায় অতিথি হিসেবে যোগদান করেছি,তবে উভয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা দ্বিগুন পরিলক্ষিত হয়েছে। তিনি খেলাধুলা ও সংস্কৃতিকে কোন  নির্দিষ্ট দিবসে সীমাবদ্ধ  না রেখে  সারা বছরব্যাপী পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে চালু রাখার তাগিদ প্রদান করেন এবং মোবাইলকে শুধু শিক্ষার সহায়ক হিসেবে ব্যবহার করার গুরুত্বারোপ করেন অন্যথায় নয়।সর্বশেষে শিক্ষক-অভিভাবক সমন্বয় সভার মাধ্যমে শিক্ষার জাগরণ সৃষ্টির পরামর্শ প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি)বলেন, তোমরা কি আগামীদিনে বড় হতে চাও, আমাদের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথি হতে চাও এবং সামনের সারিতে তোমার বসার চেয়ার চাও - তাহলে তোমাকে তিনটি কাজ করতে হবে- কঠোর পরিশ্রম করতে হবে,শিক্ষকদের মান্য করতে হবে এবং মাতা-পিতাকে শ্রদ্ধা করতে হবে।

প্রধান অতিথি বলেন- সত্য কথা বলতে হবে,সৎ পথে চলতে হবে,লেখাপড়ায় মনোযোগী হতে হবে,শরীরের প্রতি যত্নবান হতে হবে,সবার প্রতি সুন্দর আচরণ করতে,পরিচ্ছন্ন থাকতে হবে,অলস সময় নষ্ট কর না।

সর্বশেষে ক্রীড়া,সংস্কৃতির বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু শংকর চন্দ্র সাহা এবং অনুষ্ঠানে সকল ছাত্র/ছাত্রী ও সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম