ads
২৯ জানুয়ারি, ২০২৬

কবিরহাটে অসহায় পরিবারের বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

কবিরহাটে অসহায় পরিবারের বসতঘর পুড়ে ছাই

কবিরহাটে অসহায় পরিবারের বসতঘর পুড়ে ছাই

কবিরহাট প্রতিনিধি: 
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের পাটওয়ারীর হাট ৩ নম্বর ওয়ার্ডের ছমদ আলী হাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দিনমজুর পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত আনুমানিক ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে কবিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত দিনমজুর মো. জাকের হোসেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুন বসতঘরটি গ্রাস করে নেয়। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড় ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী বসতঘরটিতে মো. জাকের হোসেনসহ তার তিন ভাইয়ের পরিবার এবং তাদের মানসিক প্রতিবন্ধী মা বসবাস করতেন। আগুনে সবকিছু হারিয়ে পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে। জাকের হোসেনের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, "দুই নাবালক সন্তান, প্রতিবন্ধী শাশুড়ি ও দেবরদের নিয়ে এখন কোথায় যাব, তা বুঝতে পারছি না।" তিনি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

খবর পেয়ে নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

এলাকাবাসী ও প্রতিবেশীরা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। বসতঘর ছাড়া তাদের আর কোনো মাথা গোঁজার ঠাঁই নেই। তারা কবিরহাট উপজেলা প্রশাসনসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম