কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শীতের তীব্রতা বাড়তে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মধ্যে শতাধিক শীতের কম্বল বিতরণ করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রোগীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হুমায়ুন কবীর প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন , শীতার্ত রোগীদের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন সবসময় মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বস্তি নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।
এসময় শীতের পোশাক পেয়ে হাসপাতালের রোগী ও স্বজনরা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।


