ads
১৬ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী ব্যুরো প্রধান আনোয়ারের তুতীয় মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

নোয়াখালী ব্যুরো প্রধান আনোয়ারের তুতীয় মৃত্যুবার্ষিকী আজ

নোয়াখালী ব্যুরো প্রধান আনোয়ারের তুতীয় মৃত্যুবার্ষিকী আজ

 

নিজস্ব প্রতিনিধিঃ
দৈনিক ইনকিলাবের সাবেক নোয়াখালী ব্যুরো প্রধান, দক্ষিন পূর্বাঞ্চলের কিংবদন্তী সাংবাদিক ও আন্তর্জাতিক বিশ্লেষক আনোয়ারুল হক আনোয়ারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ। 

২০২২ সালের ১৬ ডিসেম্বর বিকেলে হৃদ রোগে আক্রান্ত হয়ে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারী হাসপাতালে চিাকৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছিলেন।

মরহুম সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে স্থানীয় একটি এতিম খানায় পবিত্র কুরআন খতম ও বিকেলে নোয়াখালীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের আয়োজনে মইজদী বড় মসজিদে বাদ-আছর মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হবে এবং সন্ধ্যা ৫,৩০ মিনিটে নোয়াখালী প্রেসক্লাবের স্মরণ সভার আয়োজন করা হয়েছে


২০২২ সালের ১৬ ডিসেম্বর এই দিন বিকেলে মাইজদী শহরের নিজ বাসা থেকে রিক্সা যোগে নোয়াখালী ব্যুরো অফিসে যাবার পথে ডিসি অফিসের সামনে এলে হঠাৎ অসুস্থ্য বোধ করেন তিনি। 

তাৎক্ষনিক কয়েক জন সংবাদকর্মী এসে তাঁকে নোয়াখালী প্রেসক্লাবে নিয়ে যান। সেখানে প্রচন্ড বুকে ব্যথা শুরু হলে সহকর্মীরা তাঁকে শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনি হার্টএ্যাটাক করেছেন বলে জনান। 

এর পরপরই বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছিল সেদিন। তাঁর পরিবারে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে।

পরদিন (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে প্রথম জানাযা ও বেলা সাড়ে ১১টায় নোয়াখালী পৌরসভার সেনাপুরের নিকট নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয় তাঁকে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম